কেজে টিউটোরিয়াল একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের মূল লক্ষ্যঃ
এর লক্ষ্যসমূহ নিম্নরুপঃ
ক) জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অদক্ষ যুব ও যুব মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা।
খ) কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বেকার সমস্যা সমাধান এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
গ) আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জনের লক্ষ্যে কম্পিউটার, ইন্টানেট, ফ্যাক্স, ই-মেইল এর কোর্স প্রবর্তন করা।
ঘ) আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজী ভাষার উপর দক্ষতা অর্জনের লক্ষ্যে ইংরেজী ভাষা কোর্স ও কোচিং এর ব্যবস্থা করা।
ঙ) অত্র প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মস্থলে স্থান করে নেয়ার যোগ্য করে গড়ে তোলা।
চ) দক্ষ জনশক্তি রপ্তানীর মাধ্যমে বৈদেশিক অর্থ উপার্জন ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির প্রসার ঘটানো।
ছ) এছাড়া ঘরে বসে মাসে ২০০০/৩০০০ টাকা উপার্জনের লক্ষ্যে ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, সিষ্টেম এনালিষ্ট, সিনিয়র প্রোগ্রামার প্রশিক্ষণের মত কোর্সে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
জ) শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রবাষক, প্রদর্শক, শিক্ষক, অফিস সহকারী, ল্যাব সহকারীসহ নেটওয়ার্ক, এডমিনিষ্ট্রেটর উপযুক্ত করে তৈরী করা।
সর্বপরি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত কারিগরী শিক্ষার বাস্তবায়ন করা।
কেজে টিউটোরিয়াল আপনাকে দিচ্ছেঃ
- লেটেষ্ট সফটওয়্যার ও উন্নত কম্পিউটার প্রশিক্ষণের নিশ্চয়তা।
- মনোরম পরিবেশে সকল প্রশিক্ষণের পূর্ণ নিশ্চয়তা।
- দূরের শিক্ষার্থীদের ছাত্রাবাসের ব্যবস্থা।
- প্রশিক্ষণ চলাকালীন ও শেষে নিয়মমাফিক দীর্ঘ সময় প্র্যাকটিসের বিশেষ সুবিধা।
- একজনের জন্য একটি কম্পিউটার
- সাধারণ জ্ঞান চর্চার সুবিধা।
- নির্ধারিত চার্জের ২০% কমিশনে নেটওয়ার্কিং সুবিধা।
- চাকুরীর সুপরামর্শদান ও সহযোগীতা।
- কিস্তিতে কোর্স ফি পরিশোধের সুবিধা।
- প্র্যাকটিসের সময় সার্বক্ষণিক একজন প্রশিক্ষকের উপস্থিতির নিশ্চয়তা।
- ফ্রি মডেল টেষ্টের ব্যবস্থা।
- বিভিন্ন বিষয়ের দেশী-বিদেশী বই সমৃদ্ধ গ্রন্থাগার সুবিধা।
- সন্ধাকালীন ব্যাচের সুবিধা।
কার্যক্রম পরিচালনার সময়সূচী
প্রথম শিফট | সকাল ৯:০০ থেকে ১০:৩০ পর্যন্ত |
দ্বিতীয় শিফট | সকাল ১০:৩০ থেকে ১২:০০ পর্যন্ত |
তৃতীয় শিফট | সকাল ১২:০০ থেকে ০১:০০ পর্যন্ত |
দুপুর ১:৩০ থেকে ৩:০০ পর্যন্ত বিরতি | |
চতুর্থ শিফট | বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত |
শিফট | বিকাল ৪:৩০ থেকে ৬:০০ পর্যন্ত |
শিফট | বিকাল ৬:০০ থেকে ৭:৩০ পর্যন্ত |
প্রতিষ্ঠানের কোর্স সমূহের বর্ণনা
কেজে টিউটোরিয়াল পরিচালিত কোর্সসমূহঃ
ক্রঃ নং | কোর্সের নাম | মেয়াদ | ভর্তির নূন্যতম যোগ্যতা |
০১ | সার্টিফিকেট ইন কম্পিউটার এ্যাপ্লিকেশন | ৩ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০২ | ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজী | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৩ | হায়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজী | ১২ মাস | এইচ.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৪ | পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড টেকঃ | ২৪ মাস | স্নাতক পরীক্ষার্থী বা সমমান |
০৫ | সার্টিফিকেট ইন ডাটাবেজ প্রোগ্রামিং | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৬ | সার্টিফিকেট ইন সি প্রোগ্রামিং | ৩ মাস | এইচ.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৭ | সার্টিফিকেট ইন অবজেক্ট ওয়ারিটেন্ড প্রোগ্রামিং | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৮ | ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়ার | ৬ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০৯ | গ্রফিক্স ডিজাইন | ৪ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
১০ | অটোক্যাড টুডি-থ্রীডি | ৪ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
ইংরেজী বিভাগঃ
ক্র: নং | কোর্সের নাম | মেয়াদ | ভর্তির নূন্যতম যোগ্যতা |
০১ | ইংরেজী ভাষা শিক্ষা সর্ট কোর্স
(Spoken & Written English Both American & Britain) |
৩ মাস | এস.এস.সি পরীক্ষার্থী বা সমমান |
০২ | ডিপ্লোমা ইন ইংরেজী ভাষা শিক্ষা কোর্স (Spoken & Written English Both American & Britain) |
৬ মাস | এইচ.এস.সি বা সমমান |
০৩ | ইংরেজী কোর্স | ৪ মাস | এস.এস.সি/এইচ.এস.সি/ডিগ্রী পরীক্ষার্থী |
মাত্র ৩ মাসে ইংরেজী ভাষার ও স্টাইলে কথা বলা এবং ফ্রি স্টাইলে লিখার সুবর্ণ সুযোগ। বর্তমানে বিশ্বায়নের যুগে ইংরেজীর গুরুত্ব বিবেচনা করে ও বর্তমান সকল স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ক্ষেত্রে ইংরেজী আবশ্যিক বিষয় হিসাবে গৃহীত হওয়ায় ইংরেজী ভাষা শিক্ষা কোর্সকে আধুনিকায়ন করে অল্প সময়ে একজন শিক্ষার্থী ইংরেজী ভাষায় দক্ষ করে তোলার নিমিত্তে এই কোর্সের প্রবর্তক। এছাড়া বর্তমান এস.এস.সি, এইচ.এস.সি, ডিগ্রী সাব-সিডিয়ারী লেভেলে শিক্ষার্থীর অধিকাংশরাই ইংরেজী বিষয়ে অনভিজ্ঞ হওয়ায় রেজাল্ট খারাপ করছে। তাই কেজে টিউটোরিয়াল এর প্রয়াস স্বতন্ত্রভাবে ইংরেজী কোচিং প্রবর্তন করা। প্রতি ব্যাচে ছাত্র-ছাত্রী থাকবে সর্বোচ্চ ৫/১০ জন এবং প্রতিমাসে টিউশন ফি বাবদ মাত্র ৫০০ টাকার বিনিময়ে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী কর্তৃক জিপিও বা নূন্যতম ৬০% মার্কের নিশ্চয়তা সহকারে ইরেজী কোচিং এর ব্যবস্থা করছে।
যোগাযোগের ঠিকানাঃ ৩৩ হরিচরণ রায় রোড,ফরিদাবাদ ঢাকা-১২০৪ ( বাংলাদেশ ব্যাংক কলোনি সংলগ্ন , আই জি গেইট ট্রাক স্ট্যান্ডের বিপরীত ভবনের ৪র্থ তলা )
ফোনঃ ০২-৭৪৪২৩২৮
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.kjtutorial.com